জামালপুরের সরিষাবাড়ীতে সারা দেশের ন্যায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২৪ জুন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল কবির শামীম, যুগ্মসাধারণ সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা খাতুন ও স্বাস্থ্য সহকারী হাবিবা আক্তার প্রমুখ।কর্মসূচিতে সরিষাবাড়ী উপজেলার শাখার সকল সদস্য অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড দেওয়া। প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ। টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়াসহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এই আন্দোলন চলমান থাকবে বলে বক্তারা বলেন।