ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে গাছকাটা শ্রমিকের মৃত্যু

 দেওয়ানগঞ্জ : গাছ থেকে পড়ে শ্রমিক মারা যাওয়ার ঘটনাস্থল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে একজন গাছকাটা শ্রমিক মারা গেছেন। ১৯ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাঠের বেপারি আবুল হোসেনের কয়েকটি গাছ কাটার জন্য পশ্চিমপাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি। একপর্যায়ে তিনি একটি গাছে উঠে ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান।

পরে গুরুতর আহত নজরুল ইসলামকে কুরিগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুুর রহিম বাংলারচিঠিডটকমকে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা

দেওয়ানগঞ্জে গাছকাটা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে একজন গাছকাটা শ্রমিক মারা গেছেন। ১৯ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাঠের বেপারি আবুল হোসেনের কয়েকটি গাছ কাটার জন্য পশ্চিমপাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি। একপর্যায়ে তিনি একটি গাছে উঠে ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান।

পরে গুরুতর আহত নজরুল ইসলামকে কুরিগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুুর রহিম বাংলারচিঠিডটকমকে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।