‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে বীর মুক্তিযোদ্ধা ইসলামপুর থানা কমান্ডার ও সাবেক গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজাবাদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ইসলামপুর একাদশ। ৫ এপ্রিল শনিবার বিকালে ইসলামপুরের মিনি স্টেডিয়ামের এই খেলা অনুষ্ঠিত হয়।
লস্কর আলী ফুটবল টুর্নামেন্টের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠেনে সাবেক সংসদ সদস্য বিএনপিনেতা সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, কৃষকদলের সভাপতি রেহান আলী, টুর্নামেন্টের পরিচালক খোরশেদ আলম বিপ্লব, সমাজসেবক আলাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান লেলিন।
পরে চ্যাম্পিয়ান ও ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।