অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এ প্রতিপাদ্যের আলোকে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ৯ মার্চ রবিবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতা সংস্থা ইউএন-উইমেন এর অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লী সংলগ্ন সংযোগ প্রকল্পের কার্যালয় থেকে ৯ মার্চ দুপুরে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের দয়াময়ী মোড় হয়ে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নারী যৌনকর্মীদের অংশ গ্রহণে এই শোভাযাত্রায় নারীরা শিক্ষা ও কাজের সুযোগ, নারী জাগরণে আনবে সুখ, নারীকে দমন নয়, সমান অধিকারের স্বীকৃতি চাই এবং সবার জন্য সমান অধিকার, গড়বো সমতার বিশ্ব আরেকবার- এসব স্লোগান লেখা পোস্টার প্রদর্শন করেন।

শোভাযাত্রা শেষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর শাখা পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
তিনি বলেন, হুট করে জীবন পরিবর্তন করা যায় না। একটু একটু করে এগিয়ে যেতে হবে। মানুষ হিসাবে সবারই অধিকার পাওয়ার অধিকার আছে। প্রকৃতগতভাবেই নারীরা পুরুষের চাইতে পিছিয়ে আছে। কিন্তু নারীরা নিজেরা কিছু না করতে পারলে তো তারা আরও পিছিয়েই থাকবে। তবে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর নানামুখী উদ্যোগ গ্রহণে সমাজে অবহেলিত ও পিছিয়ে থাকা নারীরাও কর্মমুখী হয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন। একটা কথা মনে রাখতে হবে যে, কেউ কিছু করে দিবে না। এক্ষেত্রে নারীদের নিজেকেই উদ্যোগী হতে হতে। আগ্রহ থাকতে হবে। তা না হলে তিনি কিছুই করতে পারবেন না। নিজেদের আগ্রহ না থাকলে অন্যের সহযোগিতাও কোন কাজে দিবে না। জামালপুর যৌনপল্লীর নারীদের সঞ্চয়ী মনোভাব থাকতে হবে। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের মাঠকর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা মফিজুল ইসলাম রাহাত, অপরাজেয় বাংলাদেশের জামালপুর সেন্টার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ।
এছাড়াও যৌনকর্মীদের মধ্যে জাহানারা বেগম ও সনিয়া তাদের বক্তব্যে তাদের অধিকার বঞ্চিত হওয়ার নানা দিক তুলে ধরেন। তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতামূলক মনোভাব নিয়ে সব সময় তাদের পাশে থাকার অনুরোধ জানান। সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাফিজা খাতুন ও অপরাজেয় বাংলাদেশের জামালপুর স্নেহা আশ্রয় কেন্দ্রের শিক্ষক ও সমাজকর্মী আব্দুল মোতালেব হোসেন বাদল এ সময় উপস্থিত ছিলেন।