জামালপুর জিলা স্কুল মাঠে ২২ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই ফুটবল লিগের আয়োজন করেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলার অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল অংশ নিচ্ছে। লিগ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় জামালপুর জিলা স্কুল মাঠে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।

প্রধান অতিথি হাছিনা বেগম তার বক্তব্যে বলেন, আঞ্চলিক খেলা আয়োজনের স্থান হিসাবে জামালপুর জেলাকে বেছে নেয়ার জন্য বাফুফেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। জামালপুর হল খেলার দিক থেকে ভাল জায়গা। এখানে নিয়মিত খেলাধুলার আয়োজন শুরু হয়েছে। এখানে নেপালকে নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টেনিস টুর্নামেন্টেও কিন্তু জামালপুর চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডিতেও চ্যাম্পিয়ন হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সুতরাং জামালপুরের এই প্লেস কিন্তু বিখ্যাত হয়ে যাচ্ছে। শুনেছি আগেও ছিল। এখানে খেলাধুলার রিসোর্স আছে। উদ্যমী ও আত্মপ্রত্যয়ী অনেক তরুণ-যুবক খেলোয়াড় আছে। মেয়েরাও কিন্তু কাবাডিতে খুব ভাল করেছে। এটা কৃষিপ্রধান এলাকা। ছেলে-মেয়েরা প্রচুর অক্সিজেন ও রোদ পায়। তাই তারা খেলাধুলা করতে পারে। মাঠে ময়দানে চলাফেরা করতে পারে। ওদের মধ্যে সেই সম্ভাবনার প্রাণ আছে। তাদের সম্ভাবনাকে বিকাশের সহযোগিতা করতে চাই সবাই মিলে। ছেলে-মেয়েদের মধ্যে কোনরূপ দুর্নীতি, অনিয়ম অথবা কোনরকম বিশৃংখল আচরণ থাকবে না, সেটাই আমি বিশ্বাস করি।

ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সঞ্চালনায় ফুটবল লিগ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এবং উদ্বোধকের বক্তব্য রাখেন বাফুফে সদস্য ও ইউসিবি অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির সভাপতি মো. মনজুরুল করিম।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর জামালপুরস্থ ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদি হাসান সৌরভ, জেলা ক্রীড়া অফিসার ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আফরিন আক্তার মনি, জামালপুর শাখা ইউসিবি ব্যাংকের শাখা প্রধান মো. রবিউল ইসলাম, জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাছসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে স্মারক বেলুন উড়িয়ে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের শুভ উদ্বোধন করেন বাফুফে সদস্য ও ইউসিবি অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির সভাপতি মো. মনজুরুল করিম।
পরে উদ্বোধনী খেলায় জামালপুর জেলা দল ৩-১ গোলে শেরপুর জেলা দলকে পরাজিত করেছে। জামালপুর দলের পক্ষে নয়ন দুটি এবং শেরপুরের পক্ষে একমাত্র গোলটি করেন হুমায়ুন কবির। বিজয়ী দলের রকিবুল হয়েছেন ম্যাচসেরা ফুটবলার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সৈয়দ কাশেম।

এর আগে এই লিগের অপর খেলায় ময়মনসিংহ জেলা দল ৪-১ গোলে পরাজিত করেছে নেত্রকোনা জেলা দলকে। বিজয়ী ময়মনসিংহ দলের পক্ষে মাহফুজ মিয়া একাই চারটি গোল করেন। প্রতিপক্ষ নেত্রকোনা দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইয়াহিয়া। বিজয়ী দলের মাহফুজ মিয়া ম্যাচসেরা ফুটবলার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাসান রেজান করেন মো. সৈয়দ কাশেম।
উদ্বোধনী খেলা দেখতে জামালপুর জিলা স্কুল মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টায় খেলবে শেরপুর ও ময়মনসিংহ জেলা দল। একই দিন বেলা আড়াইটায় নেত্রকোণা ও জামালাপুর জেলা দল লড়বে। ২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় লড়বে শেরপুর ও নেত্রকোণা জেলা দল। একই দিন বেলা আড়াইটায় ময়মনসিংহ ও জামালপুর জেলা দল লড়বে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।