ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ জামালপুর যৌনপল্লী যেন এই শহরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ জামালপুরে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি পেলেন সাইফুল্লাহ সাইফ

ইসলামপুর : পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের হাত থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওসি সাইফুল্লাহ সাইফ। ছবি : বাংলারচিঠিডটকম

টানা তৃতীয়বার জামালপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা, পুলিশ সদর দপ্তর প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন। ১২ ফেব্রুয়ারি বুধবার জামালপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় স্বীকৃতি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানেই সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম স্বীকৃতিপ্রাপ্তদের হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন।

এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ ইসলামপুরকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়। এ সময় জামালপুর জেলা পুলিশের জানুয়ারি মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মেডিক্যাল অফিসার) ড. রেহেনা জান্নাত, পুলিশ লাইন জামালপুরসহ সকল থানার ওসি, পরিদর্শকসহ (তদন্ত) জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও পুলিশ সদস্যগণ এবং সিভিল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওসি সাইফুল্লাহ সাইফ যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত হলেন তিনি।

ওসি সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে ইসলামপুর থানার অন্যান্য পুলিশসহ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি পেলেন সাইফুল্লাহ সাইফ

আপডেট সময় ১০:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

টানা তৃতীয়বার জামালপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা, পুলিশ সদর দপ্তর প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন। ১২ ফেব্রুয়ারি বুধবার জামালপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় স্বীকৃতি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানেই সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম স্বীকৃতিপ্রাপ্তদের হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন।

এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ ইসলামপুরকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়। এ সময় জামালপুর জেলা পুলিশের জানুয়ারি মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মেডিক্যাল অফিসার) ড. রেহেনা জান্নাত, পুলিশ লাইন জামালপুরসহ সকল থানার ওসি, পরিদর্শকসহ (তদন্ত) জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও পুলিশ সদস্যগণ এবং সিভিল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওসি সাইফুল্লাহ সাইফ যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত হলেন তিনি।

ওসি সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে ইসলামপুর থানার অন্যান্য পুলিশসহ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।