জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদে ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের নেতৃত্বে উপজেলার পুরাতন পৌরভবন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হাইওয়ে রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্যের প্রতিবাদ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগানসহ বিভিন্ন স্লোগান লিখে রাখছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা দ্রুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব নেতাকর্মীকেও আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নানা ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে কিন্তু প্রশাসন অদৃশ্য কারণে নিশ্চুপ। বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা বিভিন্ন নাশকতা করে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দলমত ও ছাত্র জনতা তাদের আত্মত্যাগ করেনি। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা ও থানা ঘেরাও-সহ কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, মো. ফারুক, মেহেদী হাসান কাউছার, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুল রহমান আকাশ, সদস্য আবদুর রউফ তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।