ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব জামালপুরে ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ ইসলামপুরে বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ অরাজনৈতিক সংগঠন প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র যাত্রা শুরু জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির উদ্যোগে শর্ট ম্যারাথন উৎসব অনুষ্ঠিত

মাদারগঞ্জ : আদারভিটা প্রাইম এথলেট একাডেমি আয়োজিত শর্ট ম্যারাথনে অংশগ্রহণকারী এথলেটরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শর্ট ম্যারাথন উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রবিবার সকালে আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আয়োজনে আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠে এ শর্ট ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনের শুভ উদ্বোধন করেন আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির। এ ম্যারাথনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা আজম কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন মুরাদ। ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীরা আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বের হয়ে নলকা, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার, সাইটের বাজার হয়ে ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন।

মাদারগঞ্জ : আদারভিটা প্রাইম এথলেট একাডেমি আয়োজিত শর্ট ম্যারাথনে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যারাথন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদারভিটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, আদারভিটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. রিপন, আদারভিটা বাজারের মাতৃ ফার্মেসির পরিচালক ফার্মাসিস্ট কুমুদেশ্বর দেব এ্যাপোলো প্রমুখ।

ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে পলিশা উচ্চ বিদ্যালয়ের ছাত্র লালন রানা, দ্বিতীয় স্থান অর্জন করেছে পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয়ের সাকিব ও পলিশা উচ্চ বিদ্যালয়ের আসিফ মাহমুদ হয়েছে তৃতীয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল স্কুলে আদারভিটা প্রাইম এথলেট একাডেমির পক্ষ থেকে চারাগাছ বিতরণ করা হয়।

এ সময় আদারভিটা প্রাইম এথলেট একাডেমির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির বলেন, সবাইকে আজকের শর্ট ম্যারাথন প্রতিযোগিতায় স্বাগত জানাতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও গর্বিত। আজকের দিনটি আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, আমরা শুধু জাতীয় যুব দিবস উদযাপন করছি না, বরং আমাদের ক্লাবের নতুন যাত্রা এবং নতুন নামকরণের ঘোষণা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাব, যেটি একসময় ‘আদারভিটা নাইট রাইডার্স ক্রিকেট একাডেমি’ নামে পরিচিত ছিল। এখন থেকে এটি ‘আদারভিটা প্রাইম এথলেট একাডেমি’ নামে আত্মপ্রকাশ করছে।

তিনি আরও বলেন, এই পরিবর্তন শুধু নামের নয়। আমাদের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যেরও একটি প্রতিফলন। আমাদের ক্লাবের মূল লক্ষ্য হল সমাজের যুবসমাজ এবং শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা। শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকতে চাই না। ইনডোর এবং আউটডোর সব ধরনের খেলাধুলায় ছেলে-মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি খেলাধুলা কেবল শরীরকে সুস্থ রাখে না। এটি মনকে উদ্দীপিত করে। আত্মবিশ্বাস বাড়ায়। সৃজনশীলতাকে জাগিয়ে তোলে। পাশাপাশি এটি যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। কৈশোরে যখন যুবসমাজ বিভিন্ন ধরনের বিপথে যাওয়ার ঝুঁকিতে থাকে। খেলাধুলা তাদের জন্য হতে পারে একটি সুরক্ষিত ও প্রেরণাদায়ক পরিবেশ। আমাদের ক্লাবের লক্ষ্য শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়। আমরা চাই, আমাদের মাধ্যমে সমাজে সুস্থতা ও সচেতনতার আলো ছড়িয়ে দিতে।

আসিফ আহম্মেদ পনির আরও বলেন, একটি সুস্থ দেহ এবং সুস্থ মন ছাড়া একটি সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। আর এই লক্ষ্যেই আমরা কাজ করছি, যেন যুবসমাজ শারীরিকভাবে সক্ষম থাকে এবং মানসিকভাবে সচেতন হয়। আদারভিটা প্রাইম এথলেট একাডেমি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে ছেলে-মেয়েরা তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বিকশিত করতে পারবে। একই সঙ্গে তারা হবে একটি সুস্থ, সচেতন এবং সহযোগিতামূলক সমাজের অংশ।

জনপ্রিয় সংবাদ

বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির উদ্যোগে শর্ট ম্যারাথন উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শর্ট ম্যারাথন উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রবিবার সকালে আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আয়োজনে আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠে এ শর্ট ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনের শুভ উদ্বোধন করেন আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির। এ ম্যারাথনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা আজম কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন মুরাদ। ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীরা আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বের হয়ে নলকা, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার, সাইটের বাজার হয়ে ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন।

মাদারগঞ্জ : আদারভিটা প্রাইম এথলেট একাডেমি আয়োজিত শর্ট ম্যারাথনে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যারাথন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদারভিটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, আদারভিটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. রিপন, আদারভিটা বাজারের মাতৃ ফার্মেসির পরিচালক ফার্মাসিস্ট কুমুদেশ্বর দেব এ্যাপোলো প্রমুখ।

ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে পলিশা উচ্চ বিদ্যালয়ের ছাত্র লালন রানা, দ্বিতীয় স্থান অর্জন করেছে পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয়ের সাকিব ও পলিশা উচ্চ বিদ্যালয়ের আসিফ মাহমুদ হয়েছে তৃতীয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল স্কুলে আদারভিটা প্রাইম এথলেট একাডেমির পক্ষ থেকে চারাগাছ বিতরণ করা হয়।

এ সময় আদারভিটা প্রাইম এথলেট একাডেমির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির বলেন, সবাইকে আজকের শর্ট ম্যারাথন প্রতিযোগিতায় স্বাগত জানাতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও গর্বিত। আজকের দিনটি আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, আমরা শুধু জাতীয় যুব দিবস উদযাপন করছি না, বরং আমাদের ক্লাবের নতুন যাত্রা এবং নতুন নামকরণের ঘোষণা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাব, যেটি একসময় ‘আদারভিটা নাইট রাইডার্স ক্রিকেট একাডেমি’ নামে পরিচিত ছিল। এখন থেকে এটি ‘আদারভিটা প্রাইম এথলেট একাডেমি’ নামে আত্মপ্রকাশ করছে।

তিনি আরও বলেন, এই পরিবর্তন শুধু নামের নয়। আমাদের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যেরও একটি প্রতিফলন। আমাদের ক্লাবের মূল লক্ষ্য হল সমাজের যুবসমাজ এবং শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা। শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকতে চাই না। ইনডোর এবং আউটডোর সব ধরনের খেলাধুলায় ছেলে-মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি খেলাধুলা কেবল শরীরকে সুস্থ রাখে না। এটি মনকে উদ্দীপিত করে। আত্মবিশ্বাস বাড়ায়। সৃজনশীলতাকে জাগিয়ে তোলে। পাশাপাশি এটি যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। কৈশোরে যখন যুবসমাজ বিভিন্ন ধরনের বিপথে যাওয়ার ঝুঁকিতে থাকে। খেলাধুলা তাদের জন্য হতে পারে একটি সুরক্ষিত ও প্রেরণাদায়ক পরিবেশ। আমাদের ক্লাবের লক্ষ্য শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়। আমরা চাই, আমাদের মাধ্যমে সমাজে সুস্থতা ও সচেতনতার আলো ছড়িয়ে দিতে।

আসিফ আহম্মেদ পনির আরও বলেন, একটি সুস্থ দেহ এবং সুস্থ মন ছাড়া একটি সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। আর এই লক্ষ্যেই আমরা কাজ করছি, যেন যুবসমাজ শারীরিকভাবে সক্ষম থাকে এবং মানসিকভাবে সচেতন হয়। আদারভিটা প্রাইম এথলেট একাডেমি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে ছেলে-মেয়েরা তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বিকশিত করতে পারবে। একই সঙ্গে তারা হবে একটি সুস্থ, সচেতন এবং সহযোগিতামূলক সমাজের অংশ।