জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমির বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম (৫৬) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেঘুরিয়ার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবুল কালাম তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে। আহতরা হলেন মৃতের বড় ভাই নুরুল ইসলাম ও ছোটভাই সিরাজুল ইসলাম।
অভিযোগে জানা গেছে, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের ইউনুস তার শ্বশুরবাড়ি সূত্রে পাওয়া জমি স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিনের কাছে ৭ কড়া জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। প্রকৃত পক্ষে ইউনুসের ৫ করা জমি মাঠে আছে। এ নিয়ে ২৫ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ইউনুসের সঙ্গে আবুল কালামের কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুস ও তার নাতি তাওহীদ ব্যবসায়ী আবুল কালামের গলা চেপে ধরেন। এ সময় জমির ক্রেতা আহাজ উদ্দিন তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল কালাম নামে একজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রীয়াধীন।