ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে পতিত জমিতে কৃষি কর্মকর্তার বিষমুক্ত সবজি বাগান মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু অভিজ্ঞতার গল্পগুলো মনের পুষ্টি যোগায় : কিশোরীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও জিন্নাত শহীদ পিংকী সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান

দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে : নজরুল ইসলাম খান

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা নজরুল ইসলাম খান। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই দেশের মানুষকে ভালোবাসা দিতে চাই। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দায়িত্ব নিতে চাই।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, দেশে বেকারত্ব দূর করতে চাই। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বেগম জিয়া, তারেক রহমানসহ নেতা-কর্মীদের নির্যাতন করেছে, খুন গুম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অনেক সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে। সেইসব সাধারণ মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

জনসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদ্দুজ্জামান মিল্লাত। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সাবেক সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন চৌধুরী মনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসার ড. ওয়াদুজ্জামান সরকার, ময়মনিসংহ বিভাগীয় বিএনপিনেতা মোহাম্মদ শফিকুল আলম, আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

জনসমাবেশে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গ দলের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে পতিত জমিতে কৃষি কর্মকর্তার বিষমুক্ত সবজি বাগান

দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে : নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৭:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই দেশের মানুষকে ভালোবাসা দিতে চাই। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দায়িত্ব নিতে চাই।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, দেশে বেকারত্ব দূর করতে চাই। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বেগম জিয়া, তারেক রহমানসহ নেতা-কর্মীদের নির্যাতন করেছে, খুন গুম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অনেক সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে। সেইসব সাধারণ মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

জনসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদ্দুজ্জামান মিল্লাত। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সাবেক সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন চৌধুরী মনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসার ড. ওয়াদুজ্জামান সরকার, ময়মনিসংহ বিভাগীয় বিএনপিনেতা মোহাম্মদ শফিকুল আলম, আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

জনসমাবেশে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গ দলের হাজারো নেতা-কর্মী অংশ নেন।