‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বিকালে উপজেলার মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে এ মতবিনিময় সভা করা হয়।
সভায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবে না, সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে। পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে পুলিশ।
বিট পুলিশিং সভার আগে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভাড়া ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মো. সোহেল মাহমুদ ও ইসলামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস।
এছাড়াও মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব তৈয়বুর রহমান, জেলা বিএনপি নেতা নূরে আলম তালুকদার রুনু, যুগ্ম আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন, আব্দুল মান্নান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ শাখার সভাপতি মাওলানা মাহাদি হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















