জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলের কারখানা বিভাগের অবসরে যাওয়া, বদলী ও মৃত শ্রমিক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সকালে কারখানা বিভাগের ফেয়ার ওয়েল কমিটির আয়োজনে বয়লার হাউস কারখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন এফসিএমএ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। কারখানা মহাব্যবস্থাপক খালেদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইক্ষু সম্প্রসারণ উপ মহাব্যবস্থাপক আলা উদ্দিন, কারখানা যন্ত্র কৌশল ব্যবস্থাপক ফয়সাল আহামেদ, তরিৎ শাখা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জিল বাংলা চিনি কল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক, জি. বা. চি. ক. ওয়ার্কাস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন ফেয়ার ওয়েল কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাজু সরকার।
আলোচনা সভা শেষে অবসরে যাওয়া ১৫ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকতাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















