ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করায় তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের পিটিআই মোড়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী শামছুদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন।

এসময় বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ তাকে সমর্থন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।