জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি শাজাহান আলীকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ অভিযান চালান তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী পাথরেরচরে অভিযান পরিচালনা করে শাহজাহান আলীকে তার নিজ বাড়ি থেকে ১১৩ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে পুলিশ। শাজাহান আলী উপজেলার পাথরেরচর গ্রামের রহম আলী মন্ডলের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, মাদকসহ গ্রেপ্তার শাহজাহান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ অক্টোবর তাকে জামালপুর পুলিশ কোর্টে পাঠানো হবে।