জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেছেন, নারীরা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। জাতীয় উন্নয়নে নারীদের ভূমিকা সব সময় অনস্বীকার্য। নারীরা ঘরের কাজ থেকে শুরু করে বাইরের যতরকম অর্থনৈতিক কার্যক্রম আছে, তার সকল কিছুতেই তারা অংশ গ্রহণ করে। নারী ছাড়া দেশ এবং পৃথিবী অচল। আমাদের কন্যাদের নিরাপদ চলাচলে এবং তাদের উন্নয়নে ও সুশিক্ষার ব্যবস্থায় আমরা সমাজের সকলেই সচেষ্ট হবো।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে অপরাজেয় বাংলাদেশ জামালপুর কর্তৃপক্ষ জামালপুর শহরের শাহপুর এলাকায় তাদের কার্যালয়ে ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে মানববন্ধনের আয়োজন করে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন-উইমেন এর অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ-এই প্রতিপাদ্যের আলোকে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও জিন্নাত শহীদ পিংকি।

মানববন্ধন শেষে ইউএনও জিন্নাত শহীদ পিংকি অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের তালে নৃত্য উপভোগ করেন।

পরে অপরাজেয় বাংলাদেশ জামালপুর কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরী স্টোপস ক্লিনিক জামালপুরের ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টুডে’র সাংবাদিক এম সুলতান আলম, অপরাজেয় বাংলাদেশ জামালপুরের সমাজকর্মী মো. আব্দুল মোতালেব বাদল ও আফিয়া আফসানা প্রমুখ।
মানববন্ধন ও আলোচনা সভায় অপরাজেয় বাংলাদেশের সকল কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সমাজকর্মী, স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবক ছাড়াও সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।