জামালপুর জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেছেন, সাংবাদিকেরা হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা যে কোন সমাজের জন্য অনস্বীকার্য। যে কোন সমাজ পরিবর্তনের জন্য আপনাদের লেখনির মাধ্যমে তা তুলে ধরা হয়। সাংবাদিকেরা সত্য তথ্য প্রকাশ করলে সমাজ পরিবর্তন অনস্বীকার্য। এটা আমিও বিশ্বাস করি।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, আমরা বিশ্বাস করি যে সমাজে সাংবাদিক-পুলিশ একসাথে কাজ করে সেই সমাজটা খুব ভালো সমাজে পরিণত হয়। কারণ আপনারা যে তথ্য সংগ্রহ করেন, তথ্য পান তা আমরা অনেক সময় পাই না। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোন কিছু করা সম্ভব নয়। আপনারা আমাদের বিষয়েও গঠনমূলক সমালোচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
এ সময় পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সাংবাদিকদের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন। এছাড়াও উন্মুক্ত মতবিনিময় সভায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলামে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মো. মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক সময় টিভি চ্যানেলের সাংবাদিক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রথমআলোর সাংবাদিক আব্দুল আজিজ, যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক মো. আনোয়ার ইসলাম মিলন প্রমুখ।
সভায় প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন :
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক 



















