ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব জামালপুরে ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ ইসলামপুরে বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ অরাজনৈতিক সংগঠন প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র যাত্রা শুরু জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১১ আগস্ট রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন।ছবি:বাংলারচিঠিডটকম

চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ছবি: বাংলারচিঠিডটকম

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১১ আগস্ট রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন।ছবি:বাংলারচিঠিডটকম

চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ছবি: বাংলারচিঠিডটকম

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।