
লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে রওশনউদ্দৌলা পাহলোয়ান মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন ।
স্থানীয়রা জানান, ১০ আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গুঠাইল বাজারে শাহজাহানের মুদির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে শাহজাহান মুদির দোকান, ইদ্রিস আলীর ওষুধের দোকান, হান্নান মিয়ার মুদির দোকানসহ ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, গভীর রাতে ছয়টি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 



















