জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজীউর রহমান মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, ওলামা দল নেতা মওলানা রুহুল আমিন, মহিলা দল নেত্রী শান্তি বেগম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।