ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব জামালপুরে ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার, ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ ইসলামপুরে বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ অরাজনৈতিক সংগঠন প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র যাত্রা শুরু জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উন্নতি হচ্ছে : সালমান

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, দুই বন্ধু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। মাঝে মাঝে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমে গেছে।’

১৩ জুলাই রাতে তার গুলশানের বাসভবনে বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান।

সালমান বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আসন্ন সাধারণ নির্বাচন এবং বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘তারা নির্বাচনী ব্যবস্থা, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেনি। নতুন কোনো শর্ত দেয়নি। তারা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার কথা বলেছে। আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাও বলেছি।’

তিনি উল্লেখ করেন যে, মার্কিন প্রতিনিধিদল বুধবার দুই দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং ঘটনার সময় পুলিশের ভূমিকার প্রশংসা করেছে।

এদিকে, বৈঠকে সালমান জানান যে, পশ্চিমা দেশ থেকে আমদানি করা তুলা ব্যবহার করে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, অনেকেই উজরা জেয়ার সফর নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন,‘এটি তাদের নিয়মিত সফরের অংশ, বিশেষ কোনো সফর নয়। তারা বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এখানে আসেনি। তারা সর্বজনীন মানবাধিকার নিয়ে কথা বলেছে। কিছু নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।’

শাহরিয়ার আলম বলেন, ‘অনেকে অস্বাভাবিক কিছু ঘটার অপেক্ষায় আছে। কিন্তু আমি আবারো বলছি, সংবিধান ও নির্বাচন কমিশনের নিয়ম ও সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই নির্বাচন হবে।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উন্নতি হচ্ছে : সালমান

আপডেট সময় ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, দুই বন্ধু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। মাঝে মাঝে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমে গেছে।’

১৩ জুলাই রাতে তার গুলশানের বাসভবনে বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান।

সালমান বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আসন্ন সাধারণ নির্বাচন এবং বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘তারা নির্বাচনী ব্যবস্থা, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেনি। নতুন কোনো শর্ত দেয়নি। তারা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার কথা বলেছে। আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাও বলেছি।’

তিনি উল্লেখ করেন যে, মার্কিন প্রতিনিধিদল বুধবার দুই দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং ঘটনার সময় পুলিশের ভূমিকার প্রশংসা করেছে।

এদিকে, বৈঠকে সালমান জানান যে, পশ্চিমা দেশ থেকে আমদানি করা তুলা ব্যবহার করে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, অনেকেই উজরা জেয়ার সফর নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন,‘এটি তাদের নিয়মিত সফরের অংশ, বিশেষ কোনো সফর নয়। তারা বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এখানে আসেনি। তারা সর্বজনীন মানবাধিকার নিয়ে কথা বলেছে। কিছু নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।’

শাহরিয়ার আলম বলেন, ‘অনেকে অস্বাভাবিক কিছু ঘটার অপেক্ষায় আছে। কিন্তু আমি আবারো বলছি, সংবিধান ও নির্বাচন কমিশনের নিয়ম ও সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই নির্বাচন হবে।’সূত্র:বাসস।