
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
ইউপি সচিব আনোয়ার ইসলামের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয় ৩ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা। উদ্বৃত্ত ৩ লাখ ৬ হাজার টাকা।
বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজাজুল মুজিব শামন, সহ-সভাপতি আল লেমান মো. আশাদ্দুজ্জামান লেমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজল হক, শিক্ষক মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য রাজু আহাম্মেদ প্রমুখ। উন্মুক্ত বাজেট সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















