জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট : সেমিফাইনালে উঠেছে সিদ্দিকী স্টার্স

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী সিদ্দিকী স্টার্স ক্লাবের আনন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ ২১ মে থেকে শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে আটটি ক্লাব দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে ২১ মে অংশ নেয় ইত্যাদি ক্রিকেট ক্লাব ও সিদ্দিকী স্টার্স ক্লাব দল। এদিন দ্বিতীয় ইনিংসে সিদ্দিকী স্টার্সের ব্যাটিংয়ের সময় ৯ ওভারের মাথায় বৃষ্টির কারণে ম্যাচটি অমীমাংসিত রয়ে যায়। ফলে ম্যাচটি রিজার্ভ ডে নিয়ম অনুসারে পরের দিন অর্থাৎ ২২ মে পুনরায় মাঠে গড়ায়।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইত্যাদি ক্রিকেট ক্লাব ও সিদ্দিকী স্টার্স ক্লাব। ছবি : বাংলারচিঠিডটকম

আগের দিন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নোমানের ইত্যাদি ক্লাব নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে ৩৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩১ রান। দ্বিতীয় ইনিংসের বাকি ওভারগুলোর খেলা শেষ করতে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য নিয়ে ২২ মে পুনরায় ব্যাটিংয়ে নামে সিদ্দিকী স্টার্স। তারা ৩৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে। এতে ৪ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে অধিনায়ক মোলারের সিদ্দিকী স্টার্স ক্লাব। লিগ থেকে ছিটকে পড়েছে ইত্যাদি ক্রিকেট ক্লাব।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল সিদ্দিকী স্টার্সের আনন্দ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. মোস্তাফিজুর রহমান টুকু ও আজমল হুদা লিটন।

ম্যাচসেরা আনন্দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ও ম্যাচ আম্পায়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

সংক্ষিপ্ত স্কোর:
ইত্যাদি : ৩৮.৪ ওভারে ১৩১/১০, ( নোমান ২১, রানা ০, সালমান ১২, রিশাত ৬ , মাক্কী ১৮, আব্দুল্লাহ ১৩, মমিন ১, রানা বাবু ২, তানভির ৪০, অলি (অপরাজিত) ৪, স্বাধীন ০; রবিন ৩-০-১৯-১, মোলার ৮-২-২৬-৩, লিখন ৮-০-২৬-০, মিহাল ৬.৪-০-২৩-২, মাইদুল ৪-০-১২-১, আনন্দ ৬-১-১০-২, জিকু ২-০-১০-০)।

সিদ্দিকী স্টার্স : ৩৮.৫ ওভারে ১৩৫/৬, (মোলার ১৩, জিকু ২২, অন্তর ৫, শিশির ৫, আনন্দ (অপরাজিত) ৩৯, লিখন ৮, বাবু ২০, রাজিব (অরাজিত) ৮; স্বাধীন ৬-০-৪১-৪, মাক্কী ৪-১-১৩-১, ৭.৫-১-২৩-১, তানভির ৮-৪-৯-৪), রানা বাবু ৭-১-১৯-0, আব্দুল্লাহ ৪-০-১৯-০)

ফল : সিদ্দিকী স্টার্স ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : বিজয়ী দলের আনন্দ।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এ প্রতিবেদককে জানান, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ৩০টি ম্যাচ শেষে আটটি দল কোয়ার্টার ফাইনালে লড়বে। দলগুলো হলো- জামালপুর ক্রিকেট ক্লাব, মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জুন-২৬ ক্লাব, সিদ্দিকী স্টার্স, মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ও ইত্যাদি ক্লাব। কোয়ার্টার ফাইনালের ম্যাচ ২১ মে থেকে শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষ হলে চারটি ক্লাব দল সেমিফাইনালে লড়বে।