ইসলামপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর ঢেউটিন ও চেক বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জন পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

২ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতি ১ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু: তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শাহিন, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।