বকশীগঞ্জে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ও পাট ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ্জামান জোহুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, কৃষিবিদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু জানান, বকশীগঞ্জ উপজেলার ১ হাজার কৃষককে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে এবং ১ হাজার ৬০০ কৃষককে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হবে।