আওয়ামী লীগনেতা হাফিজুর রহমান স্বপনকে দলীয় পদ থেকে অব্যাহতি

আইনজীবী হাফিজুর রহমান স্বপন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। আরেকপত্রে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। ২৯ মার্চ জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ৬ নং নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী হিসেবে বক্তব্য প্রদান করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামী অবিসংবাদিত রাজনৈতিক ভাবমূর্তির উপর চরম আঘাত করা হয়েছে। ফলশ্রুতিতে জাতির পিতার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগের সুমহান আদর্শিক ঐক্য মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৪৭(৯) ধারা মতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী হওয়ায় আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং কেন তাকে চূড়ান্ত বরখাস্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হবে না তা পরবর্তী সাতদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের নিকট লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সাথে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি ডা. এমএ মান্নান খানকে বিশেষ অতিথি আইনজীবী হাফিজুর রহমান স্বপনের বক্তব্যে কোন প্রকার সমালোচনা বা প্রতিবাদ না করায় প্রকারস্তরে তা সমর্থনের সামিল বিবেচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের বিরুদ্ধে গঠনতন্ত্রে ৪৭(৯) ধারা মতে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা এই মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।