ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে পতিত জমিতে কৃষি কর্মকর্তার বিষমুক্ত সবজি বাগান মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু অভিজ্ঞতার গল্পগুলো মনের পুষ্টি যোগায় : কিশোরীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও জিন্নাত শহীদ পিংকী সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান

ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতা দিবস উদযাপন

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতার সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

ডা. সাঈদা লতার তত্ত্বাবধানে শতকণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গীতানুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর পাশের শহর ডেভিসে এইচবিবি’র (Humanity Beyond Barrier; HBB) উদ্যোগে উদযাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস। পরিবেশ ও মানবসেবামূলক প্রতিষ্ঠান এইচবিবি দেশাত্মবোধের টানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করে। একইসঙ্গে এইচবিবি’র বার্ষিক তহবিল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা মেলা উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় ভেটেরান মেমোরিয়াল সেন্টার থিয়েটারে অনুষ্ঠান শুরু হয়। মেলার উদ্বোধন করেন এইচবিবি’র সাধারণ সম্পাদক আকীম কবীর। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় খাবার, বই, দেশীয় শাড়ি, গহনা এবং বাংলাদেশের প্রতীক চিহ্নিত সুভেনির দোকান অংশগ্রহণ করে।

এইচবিবি’র পরিচালক জাওদাত হাসান রহমানের সার্বিক আয়োজনে স্বাধীনতা মেলা যেন উত্তর ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। দ্বিতীয় পর্যায়ে ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতার সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থাপন করা হয় এইচবিবি’র গত এক বছরের কার্যক্রম। এতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সিতারা খান এবং মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান মিলন। এইচবিবি ইয়ুথ ডিরেক্টর সায়মা শহীদের সার্বিক তত্ত্বাবধানে কিশোর-কিশোরীরা তাদের গত এক বছরের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

দেশের জন্য কিছু করার তাগিদে মানুষকে আহ্বান জানানো এবং উৎসাহিত করার ইতিবাচক সময় হিসেবে স্বাধীনতার দিনটিকে বেছে নেওয়ায় এইচবিবি’র গ্রহণযোগ্যতা সবার কাছে সমাদৃত হয়ে ওঠে। এ সময় এইচবিবি’র প্রেসিডেন্ট ড. শেখ সেলিম শুভেচ্ছা বক্তব্য দেন। এইচবিবি’র কোষাধ্যক্ষ এম এম আর মুকুল এইচবিবি’র সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপনে সহায়তা করেন।

পরিবেশ ও মানবকল্যাণে এইচবিবি ২০১৫ সাল থেকে আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার মহাদেশে কাজ করে আসছে। অতিমারির শুরু থেকে এই পর্যন্ত এইচবিবি গৃহীত বিভিন্ন কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর এইচবিবি বৈচিত্র্যময় সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। যেমন বন্যায় ক্ষতিগ্রস্তদের স্কুল তৈরি করে দেওয়া, উত্তরবঙ্গে শিশুস্বর্গ নির্মাণে সহযোগী হওয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য যানবাহন তৈরি, করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পানি সরবরাহ, ঝুঁকিপূর্ণ হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সেবাকর্মীদের প্রশিক্ষণ প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের সহায়তা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নতকরণে সহায়তা, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানসহ বর্তমানে আরও বেশকিছু কার্যক্রম চলমান আছে।

এইচবিবি’র উল্লেখযোগ্য একটি কার্যক্রম হলো টেলিমেডিসিন। ওই প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এইচবিবি’র পরিচালক ডা. হালিমা করিম।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

এইচবিবি’র আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো ছিন্নমূল পথশিশুদের শিক্ষা কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়ন করে ‘ছায়াতল বাংলাদেশ’। ওই প্রকল্পের কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. সৈয়দা কবির তুলি। বিভিন্নভাবে এইচবিবি থেকে এ পর্যন্ত প্রত্যক্ষ সেবাগ্রহীতার সংখ্যা প্রায় এক লাখ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষ।

অনুষ্ঠান চলাকালীন উপস্থিত অনেকেই তহবিল সংগ্রহে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।

বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গীতানুষ্ঠান। ডা. সাঈদা লতার তত্ত্বাবধানে শতকণ্ঠে উচ্চারিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।

স্বাধীনতার মিলনমেলা এবং বার্ষিক তহবিল সংগ্রহের এই অনুষ্ঠান যেন ডেভিস শহরে হয়ে উঠেছিল উত্তর ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের সর্ববৃহৎ অনুষ্ঠান। তাছাড়া অন্যভাষী এবং অন্য দেশের অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানের মাত্রা যেন অনেকটাই বৈচিত্র্যময় হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস সিতারা খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকে এখানে এসে আমার মনে হচ্ছে আমি অনেক ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পেরেছি। দেখতে এবং জানতে পেরেছি গত সাত বছরে এইচবিবি পরিবেশ ও মানবকল্যাণে কত কিছুই না করেছে। আমি এইচবিবি’র সার্বিক কল্যাণ কামনা করছি। আমি সবকিছুই উপভোগ করেছি। আমি এখানে এসে আনন্দিত।

বিশেষ অতিথি আনিসুর রহমান মিলন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার মনে হচ্ছে আমি যেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোনো অনুষ্ঠানে আছি। এইচবিবি’র কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আমি অভিভূত। আমি ধন্য আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রবাসী বাংলাদেশিরা নিজের দেশ ছেড়ে এখানে এসে শুধু অর্থ উপার্জনের পেছনে নিজেদের মেধা ব্যয় না করে পরিবেশ ও মানবকল্যাণে কাজ করছে। একটি দেশের স্বাধীনতা পরবর্তী দেশপ্রেমের ধারাবাহিকতা ধরে রাখার এ এক অনন্য উদাহরণ। এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এইচবিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

এইচবিবি’র পরিচালক ডা. হালিমা করিমের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সকলের কাছে প্রশংসিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে পতিত জমিতে কৃষি কর্মকর্তার বিষমুক্ত সবজি বাগান

ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
ডা. সাঈদা লতার তত্ত্বাবধানে শতকণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গীতানুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর পাশের শহর ডেভিসে এইচবিবি’র (Humanity Beyond Barrier; HBB) উদ্যোগে উদযাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস। পরিবেশ ও মানবসেবামূলক প্রতিষ্ঠান এইচবিবি দেশাত্মবোধের টানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করে। একইসঙ্গে এইচবিবি’র বার্ষিক তহবিল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা মেলা উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় ভেটেরান মেমোরিয়াল সেন্টার থিয়েটারে অনুষ্ঠান শুরু হয়। মেলার উদ্বোধন করেন এইচবিবি’র সাধারণ সম্পাদক আকীম কবীর। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় খাবার, বই, দেশীয় শাড়ি, গহনা এবং বাংলাদেশের প্রতীক চিহ্নিত সুভেনির দোকান অংশগ্রহণ করে।

এইচবিবি’র পরিচালক জাওদাত হাসান রহমানের সার্বিক আয়োজনে স্বাধীনতা মেলা যেন উত্তর ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। দ্বিতীয় পর্যায়ে ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতার সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থাপন করা হয় এইচবিবি’র গত এক বছরের কার্যক্রম। এতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সিতারা খান এবং মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান মিলন। এইচবিবি ইয়ুথ ডিরেক্টর সায়মা শহীদের সার্বিক তত্ত্বাবধানে কিশোর-কিশোরীরা তাদের গত এক বছরের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

দেশের জন্য কিছু করার তাগিদে মানুষকে আহ্বান জানানো এবং উৎসাহিত করার ইতিবাচক সময় হিসেবে স্বাধীনতার দিনটিকে বেছে নেওয়ায় এইচবিবি’র গ্রহণযোগ্যতা সবার কাছে সমাদৃত হয়ে ওঠে। এ সময় এইচবিবি’র প্রেসিডেন্ট ড. শেখ সেলিম শুভেচ্ছা বক্তব্য দেন। এইচবিবি’র কোষাধ্যক্ষ এম এম আর মুকুল এইচবিবি’র সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপনে সহায়তা করেন।

পরিবেশ ও মানবকল্যাণে এইচবিবি ২০১৫ সাল থেকে আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার মহাদেশে কাজ করে আসছে। অতিমারির শুরু থেকে এই পর্যন্ত এইচবিবি গৃহীত বিভিন্ন কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর এইচবিবি বৈচিত্র্যময় সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। যেমন বন্যায় ক্ষতিগ্রস্তদের স্কুল তৈরি করে দেওয়া, উত্তরবঙ্গে শিশুস্বর্গ নির্মাণে সহযোগী হওয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য যানবাহন তৈরি, করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পানি সরবরাহ, ঝুঁকিপূর্ণ হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সেবাকর্মীদের প্রশিক্ষণ প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের সহায়তা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নতকরণে সহায়তা, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানসহ বর্তমানে আরও বেশকিছু কার্যক্রম চলমান আছে।

এইচবিবি’র উল্লেখযোগ্য একটি কার্যক্রম হলো টেলিমেডিসিন। ওই প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এইচবিবি’র পরিচালক ডা. হালিমা করিম।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

এইচবিবি’র আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো ছিন্নমূল পথশিশুদের শিক্ষা কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়ন করে ‘ছায়াতল বাংলাদেশ’। ওই প্রকল্পের কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. সৈয়দা কবির তুলি। বিভিন্নভাবে এইচবিবি থেকে এ পর্যন্ত প্রত্যক্ষ সেবাগ্রহীতার সংখ্যা প্রায় এক লাখ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষ।

অনুষ্ঠান চলাকালীন উপস্থিত অনেকেই তহবিল সংগ্রহে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।

বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গীতানুষ্ঠান। ডা. সাঈদা লতার তত্ত্বাবধানে শতকণ্ঠে উচ্চারিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।

স্বাধীনতার মিলনমেলা এবং বার্ষিক তহবিল সংগ্রহের এই অনুষ্ঠান যেন ডেভিস শহরে হয়ে উঠেছিল উত্তর ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের সর্ববৃহৎ অনুষ্ঠান। তাছাড়া অন্যভাষী এবং অন্য দেশের অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানের মাত্রা যেন অনেকটাই বৈচিত্র্যময় হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস সিতারা খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকে এখানে এসে আমার মনে হচ্ছে আমি অনেক ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পেরেছি। দেখতে এবং জানতে পেরেছি গত সাত বছরে এইচবিবি পরিবেশ ও মানবকল্যাণে কত কিছুই না করেছে। আমি এইচবিবি’র সার্বিক কল্যাণ কামনা করছি। আমি সবকিছুই উপভোগ করেছি। আমি এখানে এসে আনন্দিত।

বিশেষ অতিথি আনিসুর রহমান মিলন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার মনে হচ্ছে আমি যেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোনো অনুষ্ঠানে আছি। এইচবিবি’র কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আমি অভিভূত। আমি ধন্য আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রবাসী বাংলাদেশিরা নিজের দেশ ছেড়ে এখানে এসে শুধু অর্থ উপার্জনের পেছনে নিজেদের মেধা ব্যয় না করে পরিবেশ ও মানবকল্যাণে কাজ করছে। একটি দেশের স্বাধীনতা পরবর্তী দেশপ্রেমের ধারাবাহিকতা ধরে রাখার এ এক অনন্য উদাহরণ। এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এইচবিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

এইচবিবি’র পরিচালক ডা. হালিমা করিমের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সকলের কাছে প্রশংসিত হয়।