বকশীগঞ্জে গণহত্যা দিবস পালিত

বকশীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছিবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।

আলোচনা সভায় ২৫ মার্চ ভয়াল কালো রাত্রিতে গণহত্যা নিয়ে বিশদ আলোচনা করা হয়।