জামালপুর এপির উদ্যোগে তালের চারা রোপণ

লক্ষ্মীরচর ইউনিয়ের তালের চারা ও বীজ রোপণ কার্যক্রম শুরু করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বজ্রপাতে অনাকাঙ্খিত মৃত্যুরোধে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের আহ্বানে সাড়া দিয়ে এবং লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ২৩ নভেম্বর নান্দিনা-বারুয়ামারী সড়ক ও বারুয়ামারী-তুলশিরচর সড়কে বজ্রনিরোধ বৃক্ষ তালের চারা লাগানোর কার্যক্রম শুরু করা হয়।

তালের চারা/বীজ রোপণ কার্যক্রমে অংশ নেন লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের সচিব আবু তালেব, মহিলা ইউপি সদস্য হাসি আক্তার লিপি, ওয়ার্ল্ড ভিশনের এপি ব্যবস্থাপক সাগর ডি, উন্নয়ন সংঘের এপির সিডিও সমীর কুমার পান্ডে, ইউপি কাউন্সিলরগণ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যরা।

উল্লেখ, জামালপুর এরিয়া প্রোগ্রাম এপির উদ্যোগে আগামী মাসের মধ্যে দেড় হাজার তাল গাছের চারা ও বীজ রোপণ করা হবে।