ইসলামপুরে জিবিভি পকেট গাইড এবং ম্যানকেয়ার বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুরে জিবিভি পকেট গাইড বিষয়ক সিএফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: নির্যাতন বা সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষায় করণীয় কৌশল বা নির্দেশিকা হিসেবে তৈরি পকেট গাইডের উপর ধারণায়নের লক্ষ্যে ২৩ নভেম্বর জামালপুরের ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় কমিউনিটি সহায়ক(সিএফ)দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইসলামপুরে জিবিভি পকেট গাইড বিষয়ক সিএফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। মুখ্য সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ। প্রশিক্ষণে ১৮ জন সিএফসহ প্রকল্পের কর্মীরা অংশ নেন।

ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে গৃহস্থালী কাজসহ একটি শান্তিপূর্ণ সংসার গঠনের লক্ষ্যে স্ত্রীর কাজে স্বামীর সহায়তা ও সকল কাজে উভয়ের মধ্যে বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে ধর্মীয় নির্দেশনা ও প্রয়োজনীয়তা প্রচারের জন্য ইমামদের নিয়ে ম্যানকেয়ার বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রাজ্জাক।

ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশনে ৩০ জন ইমাম অংশ নেন।