জামালপুরে জাতীয় যুব দিবস পালিত

যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ নভেম্বর সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শহরের পৌরসভা গেইট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তাহসিনা নাজনীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, প্রমুখ।

সভা শেষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং যুব ভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে ১০ জন যুব উদ্যোক্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৬ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।