গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি

জামালপুর গ্রাম পুলিশদের স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে জামালপুর জেলার গ্রাম পুলিশ সদস্যরা। ১ নভেম্বর সকালে মিছিল শেষে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

১ নভেম্বর দুপুরে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের নেতৃত্বে শহরের ফৌজাদারি মোড় থেকে মিছিল নিয়ে গ্রাম পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে তারা তাদের চাকরি জাতীয়করণের দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিটি জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের কাছে হস্তান্তর করেন। জামালপুর জেলার ছয় শতাধিক নারী-পুরুষ গ্রাম পুলিশ সদস্য এ কর্মসূচিতে অংশ নেন।

গ্রামপুলিশ সদস্যরা জানান, ১৯৭৫ সালে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আদেশ থাকলেও আজও তা কার্যকর করা হয়নি। সারাদেশের গ্রাম পুলিশ সদস্যরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলেও জানা তারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আকুল আবেদন জানান।