উপজেলা দিবসে জামালপুর জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. জাকির হোসেন খাঁন।ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, জামালপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রশাসন বিকেন্দ্রকরণের অনন্য সৃষ্টি উপজেলা ব্যবস্থা প্রবর্তন, ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর রাতে শহরের গেইটপাড় এলাকায় সেতুলী আবাসিক হোটেলের পার্শ্বে জেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. জাকির হোসেন খাঁনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য কাজি খোকন, আব্দুল মালেক, প্রকৌশলী আব্দুল লতিফ, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম খান, মামুনুর রশীদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আব্দুল মালেক, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সেফারেত খান সুত্ত, সদস্য সচিব কাজি আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮২ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর হুসাইন মুহম্মদ এরশাদ উপজেলা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। এর ধারাবাহিকতায় ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, আগামী ২৯ অক্টোবরে জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করতে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত সৈনিক হারুন অর রশিদের নেতৃত্বে আওয়ামী লীগ থেকে শতাধিক লোক জেলা জাতীয় পার্টিতে যোগদান করেন।পরে যোগদানকৃত সকল নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।