গুজবে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, শিশুরাই এদেশের ভবিষ্যত। শিশুদের সুরক্ষা প্রদানে সরকার বিনামূল্যে সুরক্ষা ভ্যাক্সিন দিয়ে যাচ্ছে। ভ্যাক্সিন গ্রহণে উদ্ধুদ্ধকরণে দেশের খতীব ও ইমামগণ প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। আগামীতেও জনকল্যাণে জনসচেতনতা বৃদ্ধিতে ইমাম সাহেবদেরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী ২০ অক্টোবর দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় অডিটোরিয়ামে ইউনিসেফের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অবহিতকরণে পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস অতিমারির সময়ে নানাধরনের গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুসরণ করে এদেশের খতীব- ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, দেশের আলেম ওলামাদের কর্মসংস্থান সহ ইসলামের খেদমতে অসংখ্য কাজ করে যাচ্ছেন। সবাইকে নিজের বিবেক দিয়ে সার্বিক মূল্যায়ন করতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু, ইসলামিক ফাইন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য বিপিএম, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. এনামুল হক, ময়মনসিংহ মহানগর সভাপতি এহতেশামুল আলম, ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ফজলুল হক বক্তব্য রাখেন।

এরআগে সকালে ধর্ম প্রতিমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলার সিরতায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় নির্মাণধীন ইসলামিক মিশন হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।