মাদারগঞ্জে ১০০ বস্তা সার আটক

আটক ১০০ বস্তা সার। ছবি:বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল হাটে সার পাচারের সময় মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ১০০ বস্তা ইউরিয়া সারসহ অন্যান্য সার আটক করেছে।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, উপজেলার কয়রা বাজারের হারিসের দোকান থেকে এই সার বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার জামখল বাজারের মিঠুর দোকানে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে সার আটক করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল জানান, আটককৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। তিনি জানান, উপজেলা সার মনিটরিং কমিটির সভায় সিন্ধান্ত অনুযায়ী মাদারগঞ্জ উপজেলা থেকে কোন সার বাইরের উপজেলা বা জেলায় বিক্রি ও পরিবহন করা নিষিদ্ধ করা হয়েছে।