দেওয়ানগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে ৯০ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস।