জামালপুরে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। মুখ্য আলোচক সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ হাবিবসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেন সাংবাদিক শোয়েব হোসেন, এম সুলতান আলম, বজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফুসফুস ও ফুসফুসের বাইরে শরীরের যে কোন স্থানে যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা নির্মূলে সরকার বিনামূল্যে এর চিকিৎসা দিয়ে যাচ্ছে। যক্ষ্মা নির্মূলে সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের সমন্বয়ে উঠান বৈঠক ও কাম্পেইন করার আহ্বান জানানো হয়।