জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘একটাই পৃথিবী, একতাই পৃথিবী’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে পালিত বিশ্ব পরিবেশ দিবসে উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারি কর্মসূচিতে অংগ্রহণের পাশাপাশি উন্নয়ন সংঘের সিডস, রিকল, এনএসভিসি এবং জামালপুর এরিয়া প্রোগ্রাম আলাদা কর্মসূচি পালন করে।

জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সংঘের কর্মএলাকায় শোভাযাত্রা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় সংস্থার সিডস প্রকল্পের আওতায় ৬৮০টি ফলের চারা বিতরণ করা হয়।

বিতরণকালে আলাদা আলাদা অনুষ্ঠানে দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতিসহ উন্নয়ন সংঘের কর্মীবৃন্দ, উপকারভোগীগণ এবং স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

জামালপুর সদর উপজেলায় এপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ করা হয়। রিকল-২১ প্রকল্পের আওতায় শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি দলীয় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।