পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ৪ জুন দুপুরে ২০২২- ২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রফিকুল ইসলাম। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদে সকল শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এ বাজেট স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

এ সময় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্থানীয় ব্যবসায়ী, ইউপি সদস্য, শিক্ষকসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

২০২২-২৩ অর্থ বছরে উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন বাজেট ৩ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়। যা গত অর্থ বছরের তুলনায় ১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা বেশি।