ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ

ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরি অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার উপকারভোগী হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ৪০টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। ২৯ মে বিকালে নেকজাহান মডেল স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রোমান উপকারভোগী সদস্যদের মাঝে গরু তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মাহমুদ, পারির ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিনসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।