মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে ১০৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. রনি।

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে ১১ মে হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. রনি (২১)। তিনি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা গজারিয়া পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে। তার বর্তমান ঠিকানা বগুড়া সদর উপজেলার পুরান বগুড়া এলাকায়।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার ১০৪ গ্রাম হেরোইন ও নগদ ৭০০ টাকা।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১১ মে ২ টা ৫০ মিনিটের দিকে জামালপুরের মাদারগঞ্জ থানাধীন চাঁদপুর কেন্টার বাড়ী সংলগ্ন জনৈক মো. আজিজুল মন্ডলের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী রনিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০৪ গ্রাম কথিত মাদক দ্রব্য হেরোইন ও নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।