জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কেও ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে চলমান নারী, শিশু নির্যাতন প্রতিরোধসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গণজাগরণ তৈরির করার লক্ষ্যে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওর্য়াক (এইচআরডি) এর ত্রৈমাসিক সভা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এইচআরডি নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এইচআরডি সদস্য লিটন সরকার, আসমাউল আসিফ, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, লিখা, ফারিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ।

সভায় মানবাধিকার প্রতিটি ঘটনা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং তথ্যগুলো মোবাইল ম্যাসেজের মাধ্যমে সদস্য সচিবের কাছে প্রেরণ করা, প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা, বিভিন্ন গণমাধ্যসহ নানাভাবে প্রচার প্রচারণা জোরদার করা, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি পাশে থেকে তাকে মানসিকভাবে প্রেরণা দেওয়া, নিজেদের মধ্যে নেটওয়ার্কিং শক্তিশালী করাসহ প্রতিটি সদস্যকে দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে ইফতারের আয়োজন করা হয়।