জামালপুরে স্প্রীহার সহায়তায় উন্নয়ন সংঘের কম্বল বিতরণ

জামালপুরে স্প্রীহার সহায়তায় উন্নয়ন সংঘের কম্বল বিতরণ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র মানুষের শীত নিবারণের লক্ষ্যে জামালপুরে স্প্রীহা বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় উন্নয়ন সংঘ দরিদ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে।

১৫ ফেব্রুয়ারি উন্নয়ন সংঘের চাইল্ড সিটি প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এসময় বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার সহকারী সম্পাদক ও সুহৃদের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।

এদিন হিজড়া জনগোষ্ঠীর ৩০ জন সদস্যসহ অতিদরিদ্র শীতার্ত ৯০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজে সহায়তা করেন হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আরজু আহম্মেদ, পিয়ার এডুকেটর রবিন সরকার ও অন্তর। এর আগেও উন্নয়ন সংঘের পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ স্প্রীহা বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর ও শেরপুরে কিশোর, কিশোরী ক্লাব গঠন এবং তাদের ক্ষমতায়ন ও উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।