বকশীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ বিতরণ

বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে জন্ম নিবন্ধনের পর আনুষ্ঠানিকভাবে ৪১ জন শিশুর জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত প্রত্যেক শিশুর জন্য মশারী, কম্বল ও পট প্রদান করা হয়।

১০ ফেব্রুয়ারি দুপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন বকশীগঞ্জ পৌরসভা।

এ উপলক্ষে পৌরসভার মেয়রের কার্যালয়ে জন্ম নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত, পৌর সচিব নুরুল আমিন, সহকারী প্রকৌশলী শফি উদ্দিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, হাসিবুর রহমান বাবুল, হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এর আগে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে কেউ জন্ম নিবন্ধন করলে সেই পরিবারের পৌর কর মওকুফ করার ঘোষণা দেন।