বকশীগঞ্জে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর অর্থায়নে যৌন হয়রানি প্রতিরোধমূলক কর্মশালা ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীনের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, ব্র্যাকের মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমুখ।