সরিষাবাড়ীতে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

তারা হলেন- সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার (সুইপার কলোনী) এলাকার স্বপন বাসপোরের ছেলে রাজ বাসপোর (১৮) ও একই উপজেলার বীর ধানাটা গ্রামের উজ্জ্বল বাসপোরের ছেলে সাগর বাসপোর (২২)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর রাত সোয়া ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পোস্ট অফিস মোড়স্থ মাসুম স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ, তিনটি মোবাইল ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।

র‌্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।