ইসলামপুরে আড়াই হাজার প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

বীজ ও সার বিতরণের আগে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের বন্যার পরবর্তী ক্ষতি পুষিয়ে উঠতে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে ৪ নভেম্বর দুপুরে কৃষি অধিদপ্তর মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সে লক্ষ্যে চাষে উদ্বুদ্ধ করতে বীজ ও সার প্রণোদনা দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।