মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে একজনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত ট্রেনের টিকিট কালোবাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মণ্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তোতা (৬০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তোতা মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, ২৫ অক্টোবর সকালে ব্রহ্মপুত্র ট্রেনের তিনটি টিকিট বিক্রি করার সময় কালোবাজারি তোতাকে হাতেনাতে আটক করেন সাদাপোশাকে থাকা দেওয়ানগঞ্জ রেলস্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর সিরাজুল ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মেলান্দহ উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।