শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এএসপি সুমন মিয়া

এএসপি সুমন মিয়ার হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, বিপিএম। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার কওমি মাদরাসা থেকে নিখোঁজ তিনজন শিশুকে তিনদিনের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করায় ‘শ্রেষ্ঠ মামলা তদারককারী কর্মকর্তার’ স্বীকৃতি সনদ পেয়েছেন ইসলামপুরের সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া। ৭ অক্টোবর ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, বিপিএম তার হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতির সনদ তুলে দেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ময়মনসিংহের পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ক্রাইম) উপস্থিত ছিলেন।

এই অর্জনে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া ইসলামপুর থানা পুলিশের সহযোগীসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।