আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ২৮ সেপ্টেম্বর আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সমুদ্রে নিক্ষিপ্ত এ ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ খবর জানিয়েছে।

এদিকে জাতিসংঘে পিয়ংইয়ং এর রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, তাদের অস্ত্র পরীক্ষার অনস্বীকার্য অধিকার রয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাগাং প্রদেশের পূর্ব উপকূল থেকে ক্ষেপনাস্ত্র পরীক্ষাটি চালানো হয়েছে। এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে।

এর এক ঘন্টারও কম সময় পরে জাতিসংঘে পিয়ংইয়ং এর রাষ্ট্রদূত কিম সং নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ডিপিআরকে’র আত্মরক্ষার অধিকারকে কেউ অস্বীকার করতে পারবে না।

উল্লেখ্য, ডিপিআরকে উত্তর কোরিয়ার সরকারি নাম।

এদিকে এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন উত্তরকোরিয়ার সাথে রাষ্ট্রীয় পর্যায়ের যুদ্ধ অবসানে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান জানালে ২৪ সেপ্টেম্বর উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইউ জং সিউলের প্রতি শত্রুতাপুর্ণ নীতি বন্ধের অনুরোধ জানান।

এর পর ২৫ সেপ্টেম্বর তিনি বলেছেন, পারষ্পরিক শ্রদ্ধা ও নিরপেক্ষতা নিশ্চিত হলেই কেবল আন্ত:কোরীয় আলোচনা সম্ভব হতে পারে।

দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত যুদ্ধ চলে। কোন শান্তি চুক্তি ছাড়া কেবলমাত্র অস্ত্রবিরতির মাধ্যমে এ যুদ্ধ শেষ হয়। কিন্তু কার্যত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দু’দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে।