দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক ও মুজিববর্ষের ঘর পরিদর্শন

বন্যা পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) এস এ এম রফিকুন্নবী।ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও মুজিববর্ষের ঘর পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) এস এ এম রফিকুন্নবী।

৩ সেপ্টেম্বর বিকালে তিনি উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী-দেওয়ানগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রধান সড়ক ও চুকাইবাড়ী ইউনিয়নে মুজিববর্ষের ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে বন্যার পর খোলাবাড়ী-দেওয়ানগঞ্জ সড়ক নির্মাণ করা হবে।

মুজিববর্ষের ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) এস এ এম বফিকুন্নবী।ছবি : বাংলারচিঠিডটকম

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হাসান ও চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ।